মাংসের হাড় গলায় আটকে কিশোরের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০০ PM, ১১ জুলাই ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

রাজবাড়ীতে মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আলিফ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আলিফের বাবার নাম হাবিবুর রহমান। কিছু দিন আগে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

মৃত আলিফের পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন রাতে রান্না করা মাংস খাওয়ার সময় আলিফের গলায় হাড় আটকে যায়। চিকিৎসার জন্য তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইমদাদুল হক বিশ্বাস জানান, এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :