মহাসড়কে থ্রি- হুইলার বন্ধে কঠোর অবস্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫০ PM, ১৭ সেপ্টেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

ঢাকা-রংপুর মহাসড়কে থ্রি- হুইলার চলাচল বন্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। কয়েকদিনের অভিযানে বেশকিছু থ্রি- হুইলার আটক করা হয়।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া- এর আওতাধীন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা বগুড়ার মাটিডালিমোড় হইতে গাইবান্ধার ধাপেরহাট পর্যন্ত ৬১ কিলোমিটার মহাসড়ক এলাকায় সড়কে থ্রি- হুইলার চলাচল বন্ধের লক্ষ্যে হাইওয়ে থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে থ্রি- হুইলার আটক সহ প্রসিকিউশন দাখিল চলমান রয়েছে।

এছাড়া থ্রি- হুইলার মহাসড়কে চলাচল বন্ধের লক্ষ্যে মাইকিং প্রচারণা, কমিউনিটি পুলিশিং সভা ও লিফলেট বিতরণ, জনসচেতনতামূলক সভার আয়োজন করে জনগণকে সচেতন করা সহ মহাসড়কে চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, থ্রি- হুইলার চলাচল বন্ধের জন্য গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সর্বদা তৎপর এবং কঠোর ভূমিকা পালন করে আসছে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের নিয়মিত অভিযানের ফলে ৬১ কিলোমিটার মহাসড়কে এলাকায় থ্রি- হুইলার অনেকাংশে কমে গেছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :