মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়াকেই বেছেনিয়েছে সচেতন যুব সমাজ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২০ PM, ১৩ ডিসেম্বর ২০২০

Spread the love

মহসিন মিজবাহ, সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধি;

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে ফ‌রিদপুরের সালথা উপজেলার বিভাগদী স্পো‌টিং ক্লাবের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় তরুণ সমাজ।

শনিবার (১২ই ডিসেম্বর) প্রথম সে‌মিফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়েছে।
প্রথম সে‌মিফাইনালে ‌কিংস ইলেভেন‌ কোন্দার‌দিয়াকে ৬ রানে পরা‌জিত করে বিভাগদী স্পো‌টিং ক্লাব। টসে জিতে বিভাগদী স্পো‌টিং ক্লাবের অ‌ধিনায়ক প্রথমে ব্যা‌টিং করার সিন্ধান্ত নিয়ে ১৪ ওভারে ১ শত ৪৯ রান করে। জবাবে কিংস ইলেভেন কোন্দার‌দিয়া ১৪ ওভারে ১শত ৪৩ রান সংগ্রহ করে। ৬ রানের বিজয়ে বিভাগদী স্পো‌টিং ক্লাব প্রথম ফাইনালের টি‌কিট কাটে। শনিবার দুপুর ২ টায় টুর্নামেন্টের দ্বিতীয় সে‌মিফাইনালে মুখোমুখি হয় বন্ধু একাদশ কানাইপুর বনাম ভাওয়াল ক্রিকেট একাদশ। টসে জিতে বন্ধু একাদশ ব্যা‌টিং করার সিন্ধান্ত ১৫ ওভারে ১শত ৩৭ রান সংগ্রহ করে জবাব দিতে নেমে ভাওয়াল ক্রিকেট একাদশ ১৫ ওভারে ১শত ৩৩ রান সংগ্রহ করে। ৪ রানের জয় নিয়ে বন্ধু একাদশ কানাইপুর ফাইনালের টি‌কিট ক‌াটেন।

ফ‌রিদপুরের সালথা উপজেলাধীন বিভাগদী শহীদস্মৃ‌তি মহা‌বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় তরুণরা। টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মু‌ক্তিযোদ্ধা, সিনিয়র সাংবা‌দিক ও বিভাগদী শহীদস্মৃ‌তি মহা‌বিদ্যালয়ের সভাপ‌তি আবু সাঈদ খানসহ সম্মানীত ব্য‌ক্তিবর্গ। আজকের খেলায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।
খেলায় চ্যা‌ম্পিয়ন দলকে এক‌টি এলই‌ডি টি‌ভি প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :