মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহম্মেদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন রুমি প্রমুখ।

