মধ্যরাতে মোবাইল কোর্ট, তিন চোরের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ঘোড়াঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন গাছ চোরকে দুই বছর করে সাজা প্রদান করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম। জব্দ করা হয়েছে প্রায় অর্ধলক্ষ মূল্যের তিনটি ইউক্যালিপটার্স গাছ এবং চোরদের ব্যবহ্রত দুটি মোটরসাইকেল ও একটি ভ্যান।
জানা যায়, শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১ টায় থানা পুলিশ খবর পায় উপজেলার কশিগাড়ী এলাকায় ছত্রবিল যাবার রাস্তার দু’পাশে গাছ কাটছে একটি সংঘবন্ধ চোরচক্র। এমন সংবাদের ভিত্তিতে ইউএনও এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন সহ ঘটনাস্থলে উপস্থিত হন থানা পুলিশের পৃথক দুটি দল।
এসময় রাস্তার দু’পাশে থাকা ইউক্যালিপটার্স গাছ কাটার সময় হাতেনাতে তিনজন গাছ চোরকে আটক করে পুলিশ। বাকি আরো ৩ থেকে ৪ জন গাছ চোর কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে আটক ওই তিন চোরকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, স্থানীয় এক ব্যক্তি গাছ কাটার শব্দ শুনে তাদেরকে মোবাইল ফোনে খবর দেয়। পরে ঘটনাস্থল উপস্থিত হয়ে তারা ৩ জন চোরকে আটক করতে সক্ষম হয়।
রোববার (২৮ মার্চ) মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ওই চোরদেরকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুরো উপজেলা জুড়ে রাত্রীকালীন টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম বলেন, রাতের আধারে চোরচক্র গাছ কাটছিল। থানা পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। মোবাইল কোর্টের মাধ্যমে ওই ৩ জনকে বন আইন-১৯২৭ এর ২৯ ধারা অনুযায়ী ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

