ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৯ PM, ২৪ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন ও সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্ত্বরে ২৪ ফেব্রুয়ারী সকালে উপজেলা প্রশাসন এবং গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এসময় উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল, মনোয়ারা বেগম, গাইবান্ধা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার জাকারিয়া জাহিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতায় ক্লিনিক্যাল ফিজিওথেরাপী ডা. ফরিদা ইয়াসমিন ও সহকারী ফিজিওথেরাপী এসএম আছ-হাবিল আলম।

উল্লেখ্য, মোট আবেদিত ২০জন বিভিন্ন প্রতিবন্ধীর মধ্যে ১৫ জনকে হুইল চেয়ার, ১ জনকে স্মার্ট সাদা ছড়ি এবং অপর ১ জনকে হেয়ারিং এইড প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :