ভ্যাট, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র – রাষ্ট্র সংস্কার আন্দোলন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৪ AM, ১৮ জানুয়ারী ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ভ্যাট বৃদ্ধি, গ্যাসের দাম বাড়ানো এবং ট্রাক সেল বন্ধের প্রতিবাদে এ আয়োজন করা হয়।

সেখানে অভিযোগ করা হয় সরকার আমলাদের মহার্ঘ্য ভাতা দিতে এবং আইএমএফকে খুশি করতে গরিবের গলায় ছুড়ি ধরেছে, পেটে লাথি মারছে। অবিলম্বে এসব দুস্কর্ম থেকে সরকারকে নিবৃত হতে আহবান করেন দলের প্রধান সমন্বয়ক ও সমাবেশের প্রধান বক্তা হাসনাত কাইয়ূম।

সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়ে হাসনাত কাইয়ূম বলেন, যে সময় দেশের প্রয়োজন ছিল গণঐক্য নিশ্চিত করে সংস্কারের পথে এগিয়ে যাওয়া, সে সময় পরিকল্পিত ভাবে প্রশাসন ও পুলিশের ছত্রছায়ায় বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিগুলোর উপর হামলা করা হচ্ছে। কুড়িগ্রামে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলা করেছে জামায়াত শিবির। মতিঝিলে পাহাড়ি ছাত্র জনতার উপর আক্রমন এবং পরবর্তীতে সে ঘটনার প্রতিবাদ সমাবেশে পুলিশের আক্রমণ আওয়ামী জুলুম, নিপীড়নের কথা মনে করিয়ে দেয়।

সরকারকে বুঝতে হবে তার বন্ধু কে আর ষড়যন্ত্রকারী কারা? তারা যদি আমলাদের মহার্ঘ্য ভাতা দিতে কিংবা আইএমএফের শর্ত মানতে গরীবের উপর জুলুম করে, তাহলে সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে কঠিন আন্দোলন গড়ে তুলবে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া সরকারের জবাবদিহিতা দাবী করেন। তিনি বলেন আগে সরকারের সকল উপদেষ্টা, আমলা, এনবিআরের সকল কর্মকর্তার সম্পদের হিসাব দেন, রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব দেন, তারপর আমরা বিবেচনা করবো ভ্যাট বাড়ানো হবে নাকি কমানো হবে। এক তরফা ভ্যাট বা গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তার ফলাফল খুবই খারাপ হবে সতর্ক করে দেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংষ্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য কৃষক নেতা ছামিউল আলম রাসু, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সভাপতি মিন্টু মিয়া, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি আহমেদ ইসহাক প্রমুখ। রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের যুগ্ন সাধারণ সম্পাদক রোকন ওসমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য আদিল আমজাদ হোসেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন :