‘ভূমি সংক্রান্ত তিনটি আইনের খসড়া সংসদে পাঠানো হবে’

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৭ PM, ১৪ ডিসেম্বর ২০২২

Spread the love

স্টাফ রিপোর্টার;

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব’ সহ তিনটি আইনের খসড়া চূড়ান্ত করার পথে রয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগেই আইন তিনটির খসড়া  বিল আকারে সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হবে।’

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস (নেটজ বাংলাদেশ)’র উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।’

একই সময়ে ‘ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ এর খসড়াও সংসদে পাঠানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।’

সাইফুজ্জামান চৌধুরী জানান, ‘ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব আইনে’র আওতায় নাগরিকদের ‘সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ’ তথা সিএলও নামক একটি ডকুমেন্ট দেওয়া হবে, যেখানে ভূমি মালিকানার সব তথ্য থাকবে এবং জমির মালিকানা প্রমাণের জন্য বিভিন্ন ধরনের দলিলাদির প্রয়োজন হবে না।’

তিনি বলেন, এছাড়া একই সঙ্গে স্মার্ট কার্ডও দেওয়া হবে। কার্ডে মালিকানার সব ডিজিটাল তথ্য থাকবে। ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার’ আইনের আওতায় অবৈধ ভূমি দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি ও জরিমানার ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, ‘ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ’ আইনের আওতায় মাটির তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপন ও মাটির নিচে অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে পুরো জমি অধিগ্রহণ করার প্রয়োজন হবে না, অধিকন্তু জমির মালিক আর্থিক ক্ষতিপূরণ পাবেন।’

সাইফুজ্জামান চৌধুরী বলেন, তিনটি আইন পাস হলে তা ভূমিসেবা ডিজিটালাইজেশনের পরিপূরক হিসেবে কাজ করবে যা পুরো ভূমি ব্যবস্থাপনায় আমূল সংস্কার আনবে।

বর্তমান সরকার কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করেনা বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। বাংলাদেশ বহু নৃ-গোষ্ঠী সম্বলিত একটি দেশ। সরকারের গৃহায়ণ কর্মসূচির আওতায় গৃহহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়া হবে।’

আপনার মতামত লিখুন :