ভক্তের কথা রাখতে অনন্ত-বর্ষা বগুড়ায়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৭ PM, ১৫ জুলাই ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

চলচ্চিত্রে পা রাখার শুরুতে বগুড়ার পল্লীগ্রামের এক অন্ধ ভক্তকে পেয়েছিলেন নায়ক অনন্ত জলিল। সময় যত গড়িয়েছে সম্পর্ক তত গভীর হয়েছে। কথা দিয়েছিলেন কোনো এক চলচ্চিত্র মুক্তি উপলক্ষে বগুড়ায় আসবেন।

সেই কথা রেখেছেন অনন্ত জলিল। স্ত্রী বর্ষাকে সঙ্গে করে হেলিকপ্টারে উড়াল দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়ার কাহালুর জামগ্রামের কালিপাড়ায় উপস্থিত হন।

আগের পরিকল্পনা অনুযায়ী ঘণ্টাখানেক থাকার পর রানাকে নিয়ে দুপুরের খাবার খান অনন্ত-বর্ষা। এরপর তারা তিনজন হেলিকপ্টারে করে রওয়ানা দেন বগুড়া সদরে। সেখানে মধুবন সিনেপ্লেক্সে একসাথে চলিচ্চিত্র দেখবেন।

নায়ক অনন্তের এই অন্ধ ভক্তের নাম মোহাম্মদ রানা আহমেদ। প্রায় ৩৫ বছরের যুবক রানার দুই পা অচল। সুবাদে গ্রামের কয়েকশ মানুষ স্বচক্ষে নায়ক অনন্ত ও নায়িকা বর্ষাকে দেখেন।

নায়ক-নায়িকা আসার উপলক্ষে কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ে স্টেজ সাজানো হয়। এখানেই ভক্ত রানাকে নিয়ে গ্রামবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনন্ত-বর্ষা।

কলাপাতা রঙের জর্জেটের সালোয়ারে সাধারণ বেশে আসা নায়িকা বর্ষা বলেন, আমি গ্রামের মেয়ে। গ্রামে বড় হয়েছি। রানার জন্য অনেক দিন পর আবার গ্রামে আসতে পারলাম। এ জন্য খুব ভালো লাগছে।

দিন-দ্য ডে চলচ্চিত্র সম্পর্কে বর্ষা বলেন, দেশে চলচ্চিত্রের ধারায় পরিবর্তন আসছে। হলিউড, বলিউডের ধাঁচেও আমরা ছবি করতে পারি। এমনই একটি চলচ্চিত্র দিন-দ্য ডে। এর অ্যাকশন, গল্প সব কিছু দর্শকদের ভালো লাগবে।

তিনি আরও বলেন, অনেক সিনেমা হলে দেখেছি সন্তান কোলে নিয়ে মা এসেছেন চলচ্চিত্র দেখতে। মানুষের ভালো সিনেমা দেখার এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।

অনন্ত জলিল বলেন, যত সচিব,আমলা, ব্যবসায়ী গড়ে উঠেছে গ্রাম থেকে। এ জন্য গ্রামকে কখেনও ছোট করা যাবে না। আজকে বগুড়া আসার একটি বড় কারণ রানা। রানাকে দেখার পাশাপাশি আপনাদের কাছেও আসতে পেরেছি। ওর বাবা-মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। ওর মন আপনার-আমার চেয়ে অনেক বড়।

‘আমি রানাকে ঢাকা নিয়ে যাবো। ওর পাসপোর্ট করব, ওকে থাইল্যান্ড নিয়ে যাবো চিকিৎসার জন্য। আমি চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

এরপর অনন্ত জলিল সবার কাছে দোয়া চান। তিনি বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। রানার জন্য দোয়া করবেন। এখন রানাকে নিয়ে মধুবন সিনেপ্লেক্সে যাবো ছবি দেখতে। আপনারাও আসবেন।

পছন্দের নায়ককে কাছে পেয়ে প্রফুল্ল রানা আহমেদ। তিনি বলেন, অনন্ত জলিলের মতো বড় মাপের মানুষকে যখনই ফোন দিয়েছি, তখনই তিনি কথা বলেছেন। আজ তিনি শুধু আমার কথা রাখতে বগুড়া এসেছেন। এ আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। তিনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও চেষ্টা করি তাকে আরও বেশি ভালোবাসার।

দেশের ১১৫টি প্রেক্ষাগৃহে ঈদুল আজহার দিনে বিগ বাজেটের চলচ্চিত্র ‘দিন-দ্য ডে’ মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

আপনার মতামত লিখুন :