বড় ভাইয়ের গরু চুরির ঘটনায় ছোট ভাই জেল হাজতে

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৮ PM, ২৬ অক্টোবর ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাই কর্তৃক প্রতিবন্ধী বড় ভাইয়ের গরু চুরির ঘটনায় ছোট ভাই জেল হাজতে। চুরির ঘটনায় মামলা না করার জন্য বিভিন্ন মহল চাপ সৃষ্টি করছেন গরু মালিককে।

সরেজমিনে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ঘুনু মন্ডলের পুত্র প্রতিবন্ধী জহুরুল ইসলাম দুটি হালের গরু ক্রয় করে অন্যের জমি হালচাষ করে পরিবার পরিজন নিয়ে সংসার চালিয়ে আসছিল। ছোট ভাই হারুন সুকৌশলে রাতের আধারে প্রতিবন্ধী বড় ভাইয়ের দুইটি হালের গরু চুরি করে অন্যজনের নিকট বিক্রি কর।

গরু মালিক জহুরুল ইসলামের ধারণা তার ছোট ভাই হারুন উক্ত চুরির ঘটনা ঘটিয়েছে।বিভিন্নভাবে খােঁজখবর এবং লোক মারফত যোগাযোগের একপর্যায়ে ছোট ভাই হারুন গরু চুরির ঘটনা স্বীকার করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে গরু চোর হারুনকে গ্রফেতার করে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে গরু মালিক যাতে মামলা না করে সে জন্য কুচক্রি মহল তাকে চাপ সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :