বড়দহ সেতুর টোল মওকুফের দাবীতে মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১২ PM, ০৫ জানুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ভায়া গাইবান্ধা সড়কের বড়দহ সেতুর টোল মওকুফের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বড়দহ সেতু টোল মওকুফ ও মহাসড়ক বাস্তবায়ন কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী এলাকার সহস্রাধিক নারী-পুরুষ সেতুর ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বড়দহ সেতু টোল মওকুফ ও মহাসড়ক বাস্তবায়ন কমিটি আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন বিপ্লবের সভাপত্বিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাখালবুরুজ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটু, হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল, শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম ও ৭নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম প্রমুখ। মানববন্ধন চলাকালে সড়কে সকল যান চলাচল বন্ধ থাকে।

বক্তারা বলেন, ১৯৯৭ সালে ১৪৮ মিটার বড়দহ সেতুটির কাজ শুরু হয়। এরপর ২০০৭ সালে ১৯১ মিটার, ২০০৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫৩.৫৬ মিটার। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন। নির্মাণ কাজ দীর্ঘ সময়ের কারণে বর্তমানে ২০০ মিটারের বেশি হওয়ায় সেতু নীতিমালা অনুযায়ী সেতুটির ওপর সড়ক ও জনপথ বিভাগ টোল আরোপ করেছে। এ বিষয়ে সেতু মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এই নদীর বড়দহ অংশে কোন সেতু না থাকায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকার কারণে এ অঞ্চলের জনগণ অর্থনৈতিক অত্যন্ত পিছিয়ে রয়েছে। এটি বানভাসি হতদরিদ্র এলাকা। বেশিরভাগ মানুষই মানবেতর জীবন-যাপন করে থাকে। সেতুতে টোল আরোপ করায় এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে। এর থেকেও অনেক বড় বড় সেতু রয়েছে। সেখানে টোল আদায় করা হয়না। তাই এ এলাকার নি¤œ আয়ের মানুষের কথা বিবেচনা করে টোল মওকুফের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, টোল মওকুফের জন্য স্থানীয় সংসদ সদস্য ডিও লেটার দিয়েছিলেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। কিন্তু গেজেট এবং ঠিকাদার নিয়োগ হওয়ায় মওকুফের কোন সুযোগ নেই বলে মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এরপরও ডিসি মহোদয়কে জানিয়ে ছোট ছোট যানবাহন থেকে টোল নিতে ঠিকাদারকে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সড়ক ও জনপদ বিভাগ থেকে টোল আরোপ করা হয়েছিল। এলাকাবাসীর আন্দোলন ও বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনের প্রেক্ষিতে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :