ব্র্যাক নালমুখ বাজার শাখার শুভ উদ্বোধন
মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;
চুনারুঘাট উপজেলার ব্র্যাক নালমুখ বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) শাখার নতুন কার্য্যালয়ে সকাল ১১ ঘটিকায় ফিতা কেটে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাক এর হবিগঞ্জ রিজিওনাল ম্যানেজার মোঃ আবদুল জববার।
হবিগঞ্জ ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও চুনারুঘাট উপজেলা বিআরডিবির বর্তমান চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নালমুখ বাজার কৃষি ব্যাংকের ব্যবস্হাপক মোঃ আবুল কালাম আজাদ,ইসলামি ব্যাংক এর ব্যবস্হাপক নাজমুল হাসান জাবেদ।
হবিগঞ্জ ব্র্যাক এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম,ব্র্যাক চুনারুঘাট এরিয়া ম্যানেজার গোলাম সারোয়ার,ব্র্যাক নালমুখ বাজার শাখা ব্যবস্হাপক মোঃ সিরাজুল ইসলাম, নালমুখ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির মিয়া মহালদার, আবদুল মতিন মাস্টার, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান আক্কাছ, শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ কবির মিয়া, ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন সহ বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও কেট কাটা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ জাকির হোসেন।

