ব্যবসায়ী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় পাদুকা ব্যবসায়ী হাসান আলী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সদর থানার ওসিকে অপসারণসহ ৪ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০জুন) জেলা শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেয় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ।
হরতালের সমর্থনে জেলা শরের সকল ব্যবসায়ী স্বত:পূর্ত ভাবে দোকানপাট বন্ধ রেখে হরতালের সমর্থন করে। এছাড়া শহরের ভিতরে রিক্সা-ভ্যান চলাচলে বাধা সৃষ্টি করে হরতাল সমর্থনকারীরা।
রাস্তার মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় হরতালকারীদের। এছাড়া থেমে থেমে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশ মোতায়েন করা হয়।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

