বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র নারী সমাবেশ
স্টাফ রিপোর্টার;
নারী জাগরণের অগ্রদ্রত বেগম রোকেয়া’র জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখা এর আয়োজন করে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিপিবি, গাইবান্ধা জেলা কার্যালয়ে নারী শাখার অন্যতম সদস্য কমরেড বনা রানীর সভাপতিত্বে ও নারী শাখার সম্পাদক মেহেরুন মুন্নী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে প্রতীকের প্রার্থী কমরেড মিহির ঘোষ, সিপিবি’র জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান, কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব, উদীচী, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার ও ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেড়শ বছর আগে বেগম রোকেয়া যে সংগ্রামের ডাক দিয়েছিলেন নারীমুক্তি, নারীদের অধিকার-মর্যাদা প্রতিষ্ঠার তা আজও শেষ হয়নি। নারীরা যখনই অগ্রসর হতে চেয়েছে আমাদের দেশ একটা অপশক্তি তাদের ঘরে বন্দী করার চেষ্টা করেছে। আজকেও নারীরা চরমভাবে বৈষম্যের শিকার।
তারা বলেন, নারীর প্রতি সকল বৈষম্য দূর করতে, নারীর অধিকার, মর্যাদা সমাজে প্রতিষ্ঠা করতে হলে বেগম রোকেয়া’র চেতনায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। সমাবেশের শুরুতে বেগম রোকেয়া’র উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন মায়িশা ও নাবিলা।

