বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর চিঠি
ডিবিসি প্রতিবেদক;
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর সদরদপ্তর থেকে পেনশন সংক্রান্ত বিয়য়ে একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনে সেনা সদরদপ্তর থেকে এ চিঠি পৌঁছে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারশনের একান্ত সচিব মো. আব্দুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর দপ্তর থেকে পেনশন সংক্রান্ত একটি চিঠি এসেছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতির ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্রগ্রামে নিহত হন জিয়াউর রহমান। এরপর থেকেই বিএনপি চেয়ারপারশন বেগম খালেদা জিয়া এ পেনশন পান।

