বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ; যুবক গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৭ PM, ০২ নভেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আতিকুল ইসলাম (২১) নামের এক বখাটের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পরিবারের বরাতে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া এলাকার নবম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় আতিকুল। প্রস্তাবে রাজি না হওয়ায় আতিকুল নামে ওই বখাটে বিভিন্ন সময় মেয়ের বাবাকে মোবাইলে হুমকি প্রদান করেন। গত ২ জুন সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে মেয়েটি বাড়ি থেকে রওনা হয়। বাড়ির পাশে আগে থেকে ওঁৎপেতে থাকে আতিকুল, আসিফ ও আজাহার সহ কয়েকজন। মেয়েটি স্কুলের কাছে পৌঁছালে তার মুখ চেপে ধরে অপহরণ করে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। আতিকুল মেয়েটিকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক সাদা কাগজে সই নেয়। এরপর এলাকায় অপপ্রচার চালায় যে, ওই মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। পরে ওই মেয়েকে জোরপূর্বক দাম্পত্য জীবন-যাপন করতে বাধ্য করেন।

ওই মেয়েটির মা-বাবা তার মেয়েকে আতিকুলের বাড়ি থেকে আনতে গেলে আতিকুল তাদেরকে বলে তাদের মেয়ের সাথে আতিকুলের বিয়ে হয়েছে। মা-বাবা মেয়ের সাথে দেখা করতে চাইলে দেখা না করেই তাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন আতিকুল।

গত ৪ অক্টোবর আতিকুল, আজাহার, আসিফ এই তিনজন মেয়েটিকে মারধর করে আতিকুলের বাড়ি থেকে বের করে দেয়। বিষয়টি মেয়ের বাবা মোকদম আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওই বখাটে ছেলেকে নিয়ে শালিশে বসলে তারা বিয়ের কোনো কাবিননামা দেখাতে পারেনি। এভাবেই ওই মেয়কে গত তিন মাস ধরে ধর্ষণ করে আসছে আতিকুল।

ওই ঘটনায় সোমবার (২ নভেম্বর) সকালে মেয়ের মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করলে আতিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াকৈর ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহারুল ইসলাম জানান, ধর্ষণের মামলায় আসামি আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :