বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৩ AM, ১৯ ডিসেম্বর ২০২২

Spread the love

ডেস্ক রিপোর্ট;

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টাইব্রেকে ৪-২ গোলে ফ্রান্সকে হারায় মেসির দল। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। প্রথমার্ধে আনহেল দি মারিয়া ও লিওনেল মেসির গোলে এগিয়ে ছিল ফ্রান্স।

টাইব্রেকারে গড়ালো আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল

পেনাল্টি শুটআউটে গড়ালো আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা হলে গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে আবার সমতা হয় ৩-৩ গোলে। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন মেসি, বাকি গোল করেন ডি মারিয়া। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন এমবাপ্পে।

এমবাপ্পের হ্যাটট্রিকে ফ্রান্সের সমতা

ডি বক্সে এমবাপ্পের শট মন্টিয়েলের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। ১১৬ মিনিটে এমবাপ্পের ফিনিশিংয়ে আবার সমতা আনে ফ্রান্স। হ্যাটট্রিক করেন এমবাপ্পে। ৩-৩ গোলে সমতা।

১০৮ মিনিটে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০৮ মিনিটে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের স্কোর ৩-২।

এমবাপ্পের জোড়া গোলে অতিরিক্ত সময়ে গড়ালো ফাইনাল

অতিরিক্ত সময়ে গড়ালো ফাইনাল। ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আর্জেন্টিনা। ২ মিনিটের চমকে ম্যাচে সমতা আনে ফ্রান্স। ২টি গোলই করেন এমবাপ্প। এর আগে মেসি ও ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা ২ গোলের লিড নেয়। কিন্তু ২ মিনিটে সব বদলে যায়।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস,নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, নায়ুয়েল মোলিনা, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস ও আনহেল দি মারিয়া।’

ফ্রান্স একাদশ: উগো লরিস, জুলেস কুন্দে, রাফায়েল ভারান, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়ে চুয়ামেনি, আদ্রিয় রাবোও, আঁতোয়া গ্রিজমান, উসমান ডেম্বেলে, অলিভিয়ে জিরু ও কিলিয়ান এমবাপে।

আপনার মতামত লিখুন :