বিজয় দিবসে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির পতাকা মিছিল
স্টাফ রিপোর্টার;
মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেল গেইটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, তপন কুমার বর্মণ, রেবতী বর্মন, আব্দুল্যাহ আদিল নান্নু ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।