বিচারকের পুত্র হত্যার প্রতিবাদ গাইবান্ধায় বার অ্যাসােসিয়েশনের বিক্ষােভ ও মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২১ PM, ১৬ নভেম্বর ২০২৫

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতর বিচারক আব্দুর রহমানর পুত্র তাওসিফ রহমান সুমনকে হত্যা ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে রােববার দুপুরে গাইবান্ধা আদালত চত্বরে বিক্ষােভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা অ্যাডভােকেট বার অ্যাসােসিয়েশন এই কর্মসূচির আয়ােজন করে। মানববন্ধন থেকে বিচারকদের নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা ও বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি জাের দাবি জানানাে হয়।

অ্যাড. এটিএম শরিফুজ্জামানের সঞ্চালনায় বিক্ষােভ ও মানববন্ধনে বক্তব্য দেন অ্যাসােসিয়শনের আহবায়ক অ্যাড. সিকদার আযম আনাম, অ্যাড. আব্দুল হালিম প্রামানিক পিপি, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. নিরঞ্জন কুমার ঘােষ, অ্যাড. এএইচএম গােলাম শহীদ রঞ্জু, অ্যাড. সাঈদ আল আসাদ, অ্যাড. মিজানুর রহমান মিজান, অ্যাড. মঞ্জুর মাের্শদ বাবু ও সরওয়ার হাসান বাবুল প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :