বাড়ীতে ডেকে অচেতন করে গোপনাঙ্গ কেটে ফেলল বন্ধুর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০০ PM, ১৫ ফেব্রুয়ারী ২০২২

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে দাওয়াত দিয়ে বাড়ীতে ডেকে এনে অচেতন করে গোপনাঙ্গ কেটে ফেলেছে বন্ধুর। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার আমলাগাছী হাট এলাকার বাসিন্দা অনন্তের ছেলে পদ্ম (৩৫) এর সঙ্গে হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোলার দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। ভোলা পাশবর্তী নওদা গ্রামের নুর আলমের সন্তান। বেশকিছু দিন আগে পদ্ম তার বন্ধু ভোলাকে না জানিয়ে বিবাহ করে। বিষয়টি (তৃতীয় লিঙ্গ) হিজড়া বন্ধু ভোলা মেনে নিতে পারেনি। এরই একপর্যায়ে সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাতে ভোলা তার বন্ধুকে দাওয়াত দিয়ে নানা বাড়ি উপজেলার ছোট শিমুলতলা গ্রামে নিয়ে যায়। সেখানে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় ভোলা। কিছুক্ষণ পর পদ্ম অচেতন হয়ে পড়লে তার গোপনাঙ্গ (লিঙ্গ) কর্তন করে ভোলা। এরপর পদ্মর চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে আসে। স্থানীয়রা আহত অবস্থায় পদ্মকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এলাকাবাসী জানান, পদ্ম ও ভোলার মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। ভোলা তার বন্ধুর বিয়ে মেনে নিতে না পেরে ক্ষোভে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে। বর্তমানে পদ্ম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :