বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে চিকিৎসা সেবায় খামখেয়ালির অভিযোগ
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদদাতা;
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীদের সাথে নার্সদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও হয়রাণী করার অভিযোগ উঠছে। এ ঘটনায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলাবাসীর একমাত্র স্বাস্থ্যসেবাটি হলো-উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স। এখানে উপজেলা সহ উপজেলার পার্শবর্তী এলাকার লোকজনও চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু এখানে আসা বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।
রোগীদের অভিযোগ, নার্সের সেবা নিতে কয়েকবার ডাকার পরেও কেউ সাড়া দিতে চাননি। আসছি,অপেক্ষা করুন-এই বলে ঘন্টা অতিবাহিত হয়ে আসছে। আবার বেশি ডাকাডাকি করলে ক্ষমতার অপব্যবহার ও রাগারাগি করা হয়ে থাকে। এতে প্রায়ই রোগীদের স্বজনের সাথে নার্সদের অপ্রীতকর ঘটনা ঘটছেই।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক ব্যক্তি জানান, ওদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই স্থানীয় কথেক প্রভাবশালী ব্যক্তির রোষানলে পড়তে হয়।

