বাহুবলে সাংবাদিক আজিজুল হক সানুকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা; ডিবিসি নিউজ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুল হক সানুকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আদালত- এর বিচারক ঝুমুর সরকার এ আদেশ দেন।
জানা যায়, বাহুবল উপজেলা সদরের করাঙ্গী নদীর উপর ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ওই ব্রীজটি পুনঃ নির্মাণ না করে সংস্কারের নামে রাতের আধারে অনিয়মের মাধ্যমে ছেপদিয়ে লেপনের সংবাদ সংগ্রহ ও প্রকাশ করছিলেন আজিজুল হক সানু।
এমতাবস্থায় উপজেলা সহকারী প্রকৌশলী আলফাজ বাদী হয়ে এ প্রতিনিধির উপর সরকারি কাজে বাধা,মারধর ও চাঁদাবাজির অভিযোগে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২০দিন কারাভোগের পর আজ ৭৩/২১ মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

