বাহুবলে সাংবাদিকবৃন্দের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
হবিগঞ্জ প্রতিনিধি;
সারা দেশের ন্যায় হবিগঞ্জের বাহুবলেও জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা মিছবাহ উদ্দিন আফজল।
আজ শনিবার ২৩ জুলাই সকাল ১১টার দিকে উপজেলা মৎস্য অফিসে এর আয়োজন করা হয়। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস্য হলো মাছ।
সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কুমিল্লাহর এক জনসভায় ‘মাছ’ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।
তিনি আরও বলেন, ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচি পালন করা হবে এবং সকলের সহযোগীতা প্রয়োজন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুল হক সানু, দৈনিক খোয়াই পত্রিকার বাহুবল উপজেলা প্রতিনিধি ফয়ছল আহমেদ সহ মিডিয়ার নেতৃবৃন্দগণ।

