বাহুবলে শিক্ষার্থীর মাঝে নীলকান্ত সাহা ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
শারিহা ইসলাম রিক্তা, বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা;
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ি ও নীলকান্ত সাহা ফাউন্ডেশনে পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বেলা ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানিজিং কমিটির সভাপতি এবি এম মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষানুরাগী ও সমাজসেবক নিরঞ্জন সাহা নিরু।
এতে বিশিষ্টজনের মাঝে বক্তব্য রাখেন- মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রব, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,
আদর্শ বিদ্যানিকেতন ভূলকুট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, আইয়ুব খান,জিতু মিয়া, নিখিল সাহা, ডাঃ মাহবুব রব অনিক, জামাল আহমেদ প্রমুখ।

