বাহুবলে রুপাইছড়া রাবার বাগানে চারা গাছ কেটে ক্ষতিসাধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১১ PM, ১৯ অগাস্ট ২০২২

Spread the love

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি;

হবিগঞ্জের বাহুবলের বশিউক রুপাইছড়া রাবার বাগানে চারা গাছ কেটে প্রতিশোধ মিটিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ১৮ আগষ্ট দিবাগত রাতের যেকোনো সময়ে অফিসের পাশে আমতলী নামক স্থানে।

জানা যায়, দীর্ঘদিন যাবত বাগানের জায়গা দখল নিয়ে বিবাদ ও মামলা মোকাদ্দমা চলছে। এরইমাঝে গত ১৮ আগষ্ট রাতে নতুনভাবে রুপন করা ৩১টি রাবারের চারা গাছ কে-বা কারা কেটে ক্ষতিসাধন করা হয়।

বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চালানো হয়েছে।

আপনার মতামত লিখুন :