বাহুবলে রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা
হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবলের পুর্বজারিয়া আয়মনা সমিলের পাশে জিলা মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভিটেবাড়ি ভরাটের নামো রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার পুর্বজারিয়া গ্রামের মৃত আবরু মিয়ার পুত্র জিলা মিয়া দীর্ঘদিন যাবত একক ভিটেবাড়ি ভরাটের নামে ফসলি জমি থেকে মাটি কেটে ব্যবসা করে আসছেন। এতে ভাটি এলাকার রাস্তা ভেঙে যাচ্ছে।
এরফলে জনচলাচলের যোগাযোগব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সমিলের পাশে মাটি ফেলার কারনে যানবাহন কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

