বাহুবলে যুব সমাজ কল্যাণ পরিষদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী
নীহার রঞ্জন গোপ, বাহুবল (হবিগঞ্জ);
হবিগঞ্জের বাহুবলে যুব সমাজ কল্যাণ পরিষদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
আজ বেলা ১১টার দিকে হামিদনগরে অস্থায়ী কার্যালয়ে এ সভাটি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ – বাহুবল আসনের এমপি প্রার্থী মোঃ শাহজাহান আলী।
যুব সমাজ কল্যাণ পরিষদ এর প্রধান উপদেষ্টা কাজী আব্দুর রউফ বাহারের সভাপতিত্বে অনুষ্টিত পুনর্মিলনীতে বক্তব্য রাখেন, যুব সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ক্বারী মোঃ নুরুল আমিন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাহুবল উপজেলা সেক্রেটারি মোঃ হাবিব উল্লাহ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল আহাদ ইবনে মালেক, হারুন অর রশিদ,যুব সমাজ কল্যাণ পরিষদ এর সেক্রেটারী মোঃ সোহেল তালুকদার ও অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।

