বাহুবলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১২ PM, ২৬ এপ্রিল ২০২৩

Spread the love
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা;
হবিগঞ্জের বাহুবলের পুটিজুরীতে মোটরসাইকেলের ধাক্কায় রাজিব পাল (২৪) নামে এক পথচারীর করুন মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সাড়ে ৫ টার দিকে মহা-সড়কের পাল বাড়ির সামনে রাস্তায়। নিহত রাজিব পাল  উপজেলার লামা পুটিজুরীর নিতাই পালের পুত্র।
জানা যায়, আজ বিকেল সাড়ে ৫টার দিকে রাজিব পাল নিজ বাড়ি হতে দ্বিগাম্বর বাজারের দিকে রওয়ানা হয়। এমতাবস্থায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যুের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :