বাহুবলে মানবতার টানে ছোটছেন আর্মি খালেদ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৫ PM, ১৪ জুলাই ২০২৩

Spread the love
নীহার রঞ্জন গোপ,বাহুবল (হবিগঞ্জ) সংবাদদদাতা;

মানবতার টানে সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিয়া খালেদ।
তিনি রোহিঙ্গা শরণার্থী থেকে শুরু করে শীতার্ত ও অসহায় মানুষের কল্যানে সহানুভূতির হাত বাড়াচ্ছেন। এমনকি দাঙ্গামুক্ত পরিবেশ গঠনে সামাজিক বৈঠকেও রয়েছেন গুরুত্বপূর্ণ ভুমিকায়। শুধু তাই নয়, গরীব মেয়েদের বিবাহ ও মসজিদ মাদরাসার উন্নয়নে অব্যাহত সহযোগীতা রয়েছে।
তাছাড়া ২০১৯ সালে চাকুরী শেষে প্রাপ্ত সম্মানী ও ব্যবসায়ীক উন্নতির অর্থের একাংশ অসুস্থ মানুষের চিকিৎসা কাজেই ব্যায় করে চলছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তিনি এমপি,উপজেলা চেয়ারম্যান হওয়ার কোন স্বপ্ন নিয়ে জনসেবা করেননি। এটি শখের সাথেই করছেন।
মিয়া খালেদ বলেন, বাহুবল বাজারকে আধুনিকতায়ে সর্বদা সিসি ক্যামেরা সংযুক্ত ও ব্যবসায়ীদের সুবিদার জন্য খুবই বিদ্যৎ বিল আদায় করছেন। এমন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছে বাহুবলের উপকারভোগীরা।
তারা জানান,এমন মহৎকর্মশীল ব্যক্তি সমাজ নেতৃত্বে আসা দরকার।

আপনার মতামত লিখুন :