বাহুবলে মাটিকাটার মেশিন জব্দ করলেন- এসিল্যান্ড রুহুল আমিন
শারিহা ইসলাম রিক্তা,
বাহুবল(হবিগঞ্জ) থেকে; হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের বাগদাইর গ্রামের পার্শবর্তী এলাকায় ফিশারী করার নামে ফসলি জমির ক্ষতি ও পানি নিস্কাশনের খালে অবৈধ খনন করার অভিযোগে মাটিকাটার কাজে ব্যবহৃত এক্সভেটর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে প্রচণ্ড গরমের মাঝে পরিচালিত অভিযানকালে এক্সভেটর আটক করা হয়। আজ ১৩ এপ্রিল বেলা ২টার দিকে অভিযানকালে জড়িতরা পালিয়ে যায়। তবে আটককৃত ওই যন্ত্রটি স্থানীয় ইউপি সদস্য জুনাঈদ মিয়ার জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার স্নানঘাট মৌজায় বাগদাইর গ্রামের ফটিক মিয়ার পুত্র মোসাহিদ মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে অন্যের মালিকানা ফসলি ও সরকারি সম্পত্তিতে এক্সভেটর দিয়ে মাটি উত্তোলন করছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি।

