বাহুবলে মহিলার তাড়া খেয়ে অশালীন আচরণকারী সাদিকুরের পলায়ন
স্টাফ রিপোর্টার;
হবিগঞ্জের বাহুবলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হাসিনা আক্তার শিফার গণসংযোগে অশালীন কথাবার্তা বলার অভিযোগে সাদিকুর রহমান ছাবু নামে এক বখাটেপনাকে জনতার ধাওয়া খেয়ে পালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার জের নিয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাহুবল বাজার শাহীন চৌধুরীর বাসার সামনে রাস্তায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রার্থী ঘটনার কথা স্বীকার করে বলেন- বাহুবল বাজারে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী গণসংযোগকালে সাদিকুর রহমান ছাবু নামে এক বখাটে ব্যক্তি হঠাৎ হাসিনাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ ও অশ্লীল আচরণ করতে থাকে। এ ঘটনায় উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার জের নিয়েছে। এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক মোছাঃ হাসিনা আক্তার শিফা জানান, শান্তিপূর্ণ গণসংযোগকালে অশালীন ও আপত্তিকর আচরণকারী ছাবু একজন নারীলোভী এবং চরিত্রহীন। তার বিরুদ্ধে নারী নির্যাতন সহ সরলমনস্কা মানুষকে ব্লেক মেইল ও ভয় দেখিয়ে অর্থকড়ি হাতিয়ে নেওয়া চক্রের গডফাদার।
তিনি আরও বলেন, আমার জনপ্রিয়তা দেখে উদাসীন হয়ে ভাড়াটিয়া হিসেবে আমার নির্বাচনী কাজে বাধা ও বিঘ্ন সৃষ্টি করছে। তার এহেন আচরণের প্রতিকার চেয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি দাবী করেন।

