বাহুবলে পৌনে ২লাখ টাকা নিয়ে রবচাঁন বিবি মহিলা মাদরাসার মুহতামিম উধাও

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৬ PM, ১২ সেপ্টেম্বর ২০২৩

Spread the love
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের বাহুবলের করিমপুর রবচাঁন বিবি মহিলা মাদরাসার মুহতামিম সাদিকুর রহমানের বিরুদ্ধে মাদরাসার উন্নয়নের পৌনে ২লক্ষ টাকা আত্মসাৎের চেষ্টার অভিযোগ উঠছে।
শুধু তাই নয়, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্বেচ্ছায় মাদরাসা থেকে চলে যাওয়ার ঘটনায় নানান আলোচনা- সমালোচনার জের নিয়েছে।
এলাকাবাসী জানান,মাওলানা সাদিকুর রহমান ওই মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন। দায়িত্বপালনকালে বিভিন্ন অভিযোগ উঠে ওই মুহতামিমের বিরুদ্ধে। এমতাবস্থায়,গত ২০২২সালে কমিটির অনুমতি ছাড়াই হঠাৎ মাদরাসা থেকে চলে যান।
মাদরাসায় দায়িত্বরত জনৈক শিক্ষক জানান,মাদরাসা পরিচালনা কমিটির কাছে ওই মুহতামিম মাদরাসার উন্নয়ন বাবদ ১ লক্ষ ৭০ হাজার টাকা তার হাতে থাকার কথা স্বীকার করলেও এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি এবং বিভিন্ন টালবাহানা করা হচ্ছে বলেও তিনি দাবী করেন।

আপনার মতামত লিখুন :