বাহুবলে পাহাড়ি এলাকায় প্রাইমারি শিক্ষা ব্যবস্থার দাবী
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত রুপাইছড়া রাবার বাগান সংলগ্ন উত্তর ভবানীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবী জানিয়েছেন- সেনাবাহিনীর সদস্য,জনপ্রতিনিধি,পল্লী চিকিৎসক সহ স্থানীয় বাসিন্দারা। ঝড়ে পড়া দরিদ্র শিশুদের মাঝে শিক্ষার আলো পৌছাতে প্রাইমারি শিক্ষা প্রতিষ্টানের বিকল্প নেই বলেও জানানো হয়েছে।
সরেজমিনকালে শামাদুল ইসলাম তালুকদার সামাদ, স্থানীয় ওয়ার্ড মেম্বার ইসমাইল মিয়া সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা জানান,উত্তর ভবানীপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই জরুরি। নিরাপত্তার অভাবে শিশুরা দূরবর্তী এলাকায় গিয়ে পড়ালেখা করতে প্রায় অমনোযোগী।
এছাড়া এলাকার অধিকাংশ মানুষেরা দিনমজুর। সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ থাকলেও প্রাথমিক বিদ্যালয় না থাকায় অনেকেই পড়ালেখা থেকে ঝড়ে পড়তে হয়েছে। এছাড়া বৃত্তবান পরিবারের সন্তানদের ক্ষেত্রে প্রাইভেট শিক্ষা প্রতিষ্টানে ভর্তি হওয়ার সুযোগ থাকলেও দরিদ্র পরিবারের সন্তানেরা তা থেকে বঞ্চিত হতে হয়েছে।
স্থানীয়রা আরও জানান, উত্তর ভবানীপুর গ্রামে পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দাবী আজও ঝুলছে। তাই এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি দাবী জানান এলাকাবাসী।

