বাহুবলে চেক ডিজনার মামলায় যুবকের পলায়ন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৫ PM, ০৪ নভেম্বর ২০২২

Spread the love
আজিজুল হক সানু (হবিগঞ্জ);
চেক ডিজনার মামলায় আত্মগোপন করেছে হবিগঞ্জের বাহুবলের মুগকান্দি গ্রামের আলমগীর মিয়া নামে এক যুবক।
ইতিমধ্যে, হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্বে নেগেশিয়েবল অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত, ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকেট অভিহিত মল্যের টাকা জরিমানা ঘোষণা করেছে। এমনকি, ১৫ লক্ষাধিক টাকার ডিফল্টের সাথে ৩ মাসের জন্য কারাদণ্ড সহ চেকের অভিহিত মূল্য পর্যন্ত পরিমান প্রদান করতে বলা হয়েছে।
এমনকি, ফৌজদারী কার্যবিধিতে আদায় করে গ্রেফতার বা আত্মসমর্পণের তারিখ থেকে দোষী সাব্যস্ত ও সাজার আদেশ কার্যকর করা হবে বলে বিচারক মোহাম্মদ শহিদুল আলম এ রায় ঘোষণা করেছেন।
জানা যায়, উপজেলার হামিদনগরের বাসিন্দা, সাবেক মেম্বার ও বিশিষ্ট সামাজিক বিচারক, মৃত আব্দুল খালেকের পুত্র আলহাজ্ব মকসুদ আলীর নিকট হতে বহুপূর্বে উপজেলার দক্ষিণ মুগকান্দি গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র আলমগীর মিয়া সাংসারিককাজের দোহাইয়ে সীমিত সময়েই পরিশোধ করার কথা দিয়ে ১৫ লক্ষাধিক টাকা নিয়ে নেয়। এতে কয়েকদিন পরপরই একটি চেক দিয়ে টাকা তোলে নিতে বলে।
পরবর্তীতে চেকের মাধ্যমে টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে আদালতে আলমগীর মিয়ার বিরুদ্বে  আলহাজ্ব মকসুদ আলী বাদী হয়ে মামলা করা হলে আদালত তার বিরুদ্ধে উপরোক্ত রায় ঘোষণা করেন।
এরপর থেকে সে আত্মগোপনে চলে যাওয়ার ঘটনাটি জানান-আলহাজ্ব মকছুদ আলী।

আপনার মতামত লিখুন :