বাহুবলে কৌশলে কিশোরীর বাল্য বিয়ে সম্পন্ন
হবিগঞ্জ প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবল উপজেলার ফদ্রখলা আশ্রয়ণ কেন্দ্রে কৌশলে কিশোরীর বিয়ে সম্পন্ন করা হয়েছে।
আজ বিকেল ৩টার দিকে কৌশলী ছলচাতুরীর মাধ্যমে বরের বাড়ি তোলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে জনমনে সমালোচনার জের নিয়েছে।
জানা যায়, আরজু মিয়ার পুত্র রাজু মিয়া (১৭) ও একই আশ্রয়ণের রহিম মিয়ার মেয়ে মুন্নি আক্তার (১৬) এর মাঝে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল।
এমতাবস্থায়, আইনি চোখ ফাঁকি দিয়ে আজ তাদের বিয়ে সম্পন্ন করা হয়। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার ও উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

