বাহুবলে কমিউনিটি পুলিশিং ডে সভা
সাইফুর রহমান আজাদ, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি;
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি -শৃঙ্খলা সর্বত্র ” শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উপলক্ষে হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ অক্টোবর বিকেল ৩টার দিকে সার্কেল আবুল খয়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই,অফিসার ইনচার্জ রাকিব খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নিরু,
স্নানঘাট ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী, কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা সভাপতি আসকর আলী,সাংবাদিক নুরুল ইসলাম নুর,আব্দুল মজিদ শেখ,গীতিকার মামুনুর রশিদ প্রমুখ।

