বাহুবলে এসিল্যন্ড রুহুল আমিনের নির্দেশে সরকারি গাছ উদ্ধার
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা;
হবিগঞ্জের বাহুবলে সরকারি জায়গায় দুর্বৃত্তকর্তৃক কর্তনকৃত গাছ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্তা মোঃ রুহুল আমিনের নির্দেশে পুটিজুরীর তহশিলদার সফিকুল ইসলামের মাধ্যমে ১৮টুকরা একাশি গাছ আটক করা হয়।
আটককৃত গাছগুলো শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসার রামকৃষ্ণ কৃষ্ণ ঘোষ ও বিট অফিসার রথীন্দ্র কিশোর রায়ের উপস্থিতিতে আটককৃত গাছগুলো বনবিভাগের জিম্মায় দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলার ববানপুর মৌজায় “সরকারি জায়গায় গাছ কর্তনের অভিযোগ” সংক্রান্ত আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি (আপোষহীন সানু) ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট করার পর
তাৎক্ষণিক বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নির্দেশে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল সরজমিন পরিদর্শনকালে ওই গাছগুলো আটক করা হয়।

