বাহুবলে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
জালাল উদ্দিন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের বাহুবলে প্রেস ব্রিফিং করেছে বাহুবল উপজেলা প্রশাসন। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন ‘ক’ শ্রেণির উপকারভোগীদের মধ্যে জমি ও গৃহ প্রদান ৩য় পর্যায়ের ২য় ধাপের কার্যক্রম শুভ উদ্বোধন বিষয়ক সংক্রান্তে প্রেস ব্রিফিংটি করা হয়েছে।
আজ বুধবার (২০) জুলাই বেলা ১টার উপজেলা হল রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুহুল আমিন, সাংবাদিক,ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

