বাহুবলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের ভাংচুরের ঘটনায় আতংক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪১ PM, ২২ সেপ্টেম্বর ২০২৩

Spread the love

আজিজুল হক সানু,বাহুবল; হবিগঞ্জের বাহুবলের নন্দনপুর ইউনিয়নের শ্রীকলস গ্রামে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্ততরা একাধিকবার চুরির চেষ্টার ঘটনা ঘটাচ্ছে।

এলাকাবাসীর প্রতিরোধের মুখে চুরির চেষ্টা ব্যর্থ হলেও গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুনঃরায় চুরির চেষ্টা চালানো হয়।  এ ঘটনায় বাড়িতে থাকা বাসিন্দাদের মাঝে চরম আতংক দেখা দিয়েছে।

এলাকাবাসী ও হেলাল আহমেদ জানান, তিনি ইতালিতে চাকুরী করছেন।  তাছাড়া সবকটি ভাইয়েরা প্রবাসেই রয়েছেন। বাড়িতে বৃদ্ধ পিতা,শিশু ও নারী ছাড়া কেউ নেই। এই সুযোগে ওই বাড়িতে দুর্বৃত্ততরা চুরির টার্গেট নেয় এবং কয়েকবার চেষ্টাও করা হয়েছে।

তবে এলাকাবাসীর সতর্কতায় তাদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বসতঘরের দরজা,জানালার গ্লাস ভাংচুর করে চুরির চেষ্টা চালানো হয়। ঘটনাটি ঘরের ভিতর বসবাসকারীরা আচ করতে পরে হাল্লা চিৎকার শুরু করেন।

এতে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্ততরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চোর আতংক বিরাজ করছে বলেও স্থানীয় লোকজন দাবী করছেন।

আপনার মতামত লিখুন :