বাহুবলের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ,সংগীত চর্চায় ব্যাঘাত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৫ PM, ৩০ ডিসেম্বর ২০২২

Spread the love
আজিজুল হক সানু, হবিগঞ্জ;
হবিগঞ্জের বাহুবলের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো উন্মুক্ত জায়গা, জাতীয় সংগীত, বিনোদন ও খেলাধুলার জন্য মাঠ। এমনকি বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও জাতীয় সংগীত চর্চাক্ষেত্রে প্রায় অমনোযোগী হতে চলেছে। অনেকের মতে,পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সুশিক্ষা, প্রকৃতি ও আকাশের বিশালতা দেখতে দেখতে বড় না হলে মানুষ কখনো উদার হতে পারে না। জলে ও জোছনায় মন আর্দ্র না হলে মানুষ বড় হয় কেমন করে? শুধু বিরাট বিরাট কংক্রিটের ভবনে আর বিদেশি মাধ্যমে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন মানুষকে মানুষ করে তোলে না।
জানা যায়, উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের ভাটি এলাকায় ওই স্কুলটি অবস্থিত। দূরদূরান্ত থেকে এসে শিক্ষকগণ পাঠদানে মনযোগী হলেও জাতীয় সংগীত ও খেলাধুলার চর্চায় বিড়ম্বনায় পড়তে হয়েছে। স্কুলের পূর্বদিকের মাঠে জমাট পানি ও গর্ত এবং পশ্চিম ও দক্ষিণে আছে পানি নিষ্কাশনের ছড়া রয়েছে। শুকনো মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে মাঠটি কোন কাজেই আসেনি।
তাছাড়া নেই দেওয়াল প্রাচীর ও রাস্তা। সংশ্লিষ্ট ও উন্নয়নে ভূমিকা পালনকারী কর্তাদের উদাসিনতার কারনে আজও আধুনিকতার ছোঁয়া পায়নি বিদ্যালয়টি।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আব্দাল মিয়া জানান, পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় খেলাধুলা ও জাতীয় সংগীত চর্চায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই আধুনিকায়নে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি প্রয়োজন।

আপনার মতামত লিখুন :