বালু উত্তোলনের সরঞ্জামের চাপায় গেল শিশুর প্রাণ; জীবনের মূল্য ৫০ হাজার টাকা 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৭ PM, ০৬ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালু তোলায় ব্যবহৃত সরঞ্জামের চাপায় রুপা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রুপা উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগ গোপাল শেরপুর মাঠপাড়া গ্রামের রঞ্জু শেখের মেয়ে।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় rসাবু মিয়ার পুকুরে বালু তোলায় ব্যবহৃত কাঠের গুড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নের বাবু মিয়া দীর্ঘদিন ধরে সাবু মিয়ার পুকুর থেকে বালু তুলে বিভিন্নস্থানে বিক্রি করতে থাকে। ওইদিন বালু তোলার কাজে ব্যবহৃত পাইপে ব্যবহারের জন্য কাঠের গুড়ি পরিবর্তেনের উদ্যোগ নেয় বালু ব্যবসায়ী বাবু। এসময় পুকুর পাড় থেকে গুড়ি শিশুটির শরীরের ওপর ফেলা হয়। 

স্থানীয়রা জানান, শিশু রুপা পুকুরের ধারে খেলছিল। এসময় বালুর পাইপে লাগানোর জন্য পুকুর পাড়ে কিছু কাঠ আনতে থাকে শ্রমিকরা। এসময় শ্রমিকরা কাঁধে করে আনা কাঠের একখণ্ড গুড়ি পুকুরের পাড় থেকে নিচে ফেললে কাঠের গুড়িটি শিশুর শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু রুপার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির মৃত্যুর পরপরই বালু ব্যবসায়ী বাবু শিশু রুপার পরিবারকে ম্যানেজ সহ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

বালু ব্যবসায়ী বাবু মিয়া জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা; তবে সব ম্যানেজ করেছি। লাশ দাফন করা হয়েছে। অভিযোগ রয়েছে ৫০ হাজার টাকায় ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ঘটনাটি শুনেছি। কিন্তু কোনো অভিযোগ না করায় ব্যবস্থা গ্রহণ করা যায়নি।

আপনার মতামত লিখুন :