বালুখেকোদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা আটক ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া (কাটাখালী) নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ১৫ (১) তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ধারায় এ মামলাটি করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাতিয়াদহ মৌজাস্থ হাওয়াখানা নামকস্থানে কাটাখালী ব্রিজের পাশে ও জাতীয় গ্রীডের বিদ্যুৎ পোলের কাছ থেকে আসামীরা দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল।
এরই প্রেক্ষিতে রোববার ছাতারপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে প্রিন্স মন্ডল, ফুলবাড়ী ইউপি সদস্য পাশা মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০২ তারিখ- ৩ জানুয়ারী ২০২১ ইং।
অপর দিকে, সোমবার (৪ জানুয়ারী) বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ২জনকে আটক ও ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ডাম্পট্রাক ও এক্সক্যাভেটরসহ আটক ২জনকে ভ্রাম্যমাণ আদালতে ৫ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

