বাপ-দাদার জমিতে বেপজার কার্যক্রম বন্ধসহ সাঁওতাল হত্যার বিচার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৪ PM, ২১ অগাস্ট ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাপ-দাদার জমিতে বেপজার কার্যক্রম বন্ধসহ তিন সাঁওতাল হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাঁওতালরা।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশের আয়োজনে শনিবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপি গোবিন্দগঞ্জ থানামোড়ে বার্নাবাস টুডুর সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে মাদারপুর জয়পুরপাড়া সহ বিভিন্ন গ্রাম থেকে সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় ৮কিলোমিটার পায়ে হেঁটে গোবিন্দগঞ্জে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আদিবাসী গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ক্ষেতমজুর সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান, কমিটির সহসভাপতি মো. আজমল হোসেন, শ্রী ভবেন মার্ডি, সাধারণ সম্পাদক মো. জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক শ্রী রাফায়েল হাসদা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্রী গনেশ মুরমু ও প্রচার সম্পাদক মো. আতাউর রহমান সাবু প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও তিন সাঁওতালের প্রাণের বিনিময়ে আমরা বাপ-দাদার সম্পত্তি ফিরে পেয়েছি। সাঁওতাল বাঙ্গালির প্রায় আড়াই হাজার পরিবার এই জমির সাথে সম্পৃক্ত। আমরা জমিতে ধান, লাউ, ভুট্টা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু একটি কুচক্রমহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে।

ইতোমধ্যেই আমরা জানতে পাচ্ছি যে, আমাদের বাপ-দাদার জমিতে বেপজা নামে প্রতিষ্ঠান ‘রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ (আরইপিজেড) কার্যক্রম করতে যাচ্ছে। আমাদের তিনটি জীবনের বিনিময়ে অর্জিত এই জমিতে তাদের এ ষড়যন্ত্র সফল করতে পারবেনা। জমি উদ্ধারে তিনজনের জীবন দিতে হয়েছে, প্রয়োজনে আরো জীবন দিবো। তবু এই জমিতে কোন প্রতিষ্ঠান করতে দেওয়া হবেনা। এসময় তিন সাঁওতাল হত্যার দ্রুত বিচারসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাপ-দাদার জমি ফেরতের দাবী জানান সাঁওতালরা।

আপনার মতামত লিখুন :