বানিয়াচং থানা পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩২ PM, ১৪ জুলাই ২০২২

Spread the love

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;

বানিয়াচং থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে বানিয়াচং থানায় কর্মরত এসআই সবুজ কুমার নাইডু সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী বানিয়াচং থানার দৌলতপুর পশ্চিম পাড়া গ্রামের সুলোমান মিয়ার ছেল। ,

পুলিশ জানায়, শাখাইতি এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮শ‌’ গ্রাম গাঁজাসহ আসামী জালাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়াও একই রাতে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী ২। মকলিছ মিয়া (২৮) পিতা-ইলিয়াছ মিয়া, সাং-খাগছিড়ি (পাইকপাড়া) ৩। ছায়েব আলী (৩৫) পিতা-সঞ্জব আলী, ৪। মিদুল মিয়া (২৯), পিতা-ছায়েব আলী, ৫। বুলবুল মিয়া (৩৫), পিতা-মৃত ওয়াব আলী, ৬। কুলসুমা বেগম(৩০), স্বামী, বুলবুল মিয়া, ৭। নুরজাহান বেগম (২৫), স্বামী-শফিক আলী ৮। মাহমুদা বেগম (৩০), স্বামী-ছায়েব আলী, সর্বসাং-যাত্রাশাপাশা (কোদালিয়া বাড়ী), থানা-বানিয়াচং, জেলা, হবিগঞ্জদের গ্রেপ্তার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি বানিয়াচং থানার অফিসার্স ইনচার্জ মো. এমরান হোসেন নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :