বানিয়াচং আন্তজেলা গরুসহ চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৭ PM, ২৮ অগাস্ট ২০২২

Spread the love
এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
বানিয়াচং থানা পুলিশের অভিযানে গরু সহ আন্তজেলা গরুচোর চক্রের সদস্যকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
গত-২৫ আগষ্ট দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং থানাধীন উত্তর সাঙ্গর গ্রামের মাওলানা কাজী আল আমিন (৩০) এর গোয়াল ঘর থেকে একদল গরুচোর গরু চুরি করিয়া নিয়া যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জ নেতৃত্বে এসআই রাকিব হোসেন, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সসহ অত্র থানাধীন ১৩নং মন্দরীর ইউনিয়নের অন্তর্গত উত্তর সাঙ্গার গ্রামের উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের রাস্তায় অভিযান পরিচালনা করে।
এসময় গরুচোর মৃত ছাবু মিয়ার ছেলে আলকাছ মিয়া প্রকাশ কালা, গ্রাম আতুকুড়া পশ্চিম হাটি চুনারুঘার থানার আওয়াতগাও (আসামপাড়া) ছোয়াব আলীর ছেলে অনিক মিয়া (২৫) একই থানার নরপতি গ্রামের মৃত সরাফত উল্লার ছেলে আব্দুল মানিক @ সফিক (৪০) নোয়াপাথারিয়া (শ্বশুর- মৃত সাইদুর রহমান @ আক্কাছ মিয়ার বাড়ী), থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ ২টি গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সেইসাথে একটি লাইটেসগাড়ীর ভিতরে করে গরু বহনের কাজে ব্যবহৃত লাইটেসগাড়ী উদ্ধার করা হয়।
আসামীরা দীর্ঘদিন যাবত বানিয়াচংসহ হবিগঞ্জ এর বিভিন্ন থানা এলাকায় গরু চুরি করিয়া আসিতেছেলি মর্মে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :