বাদাম চাষে ঝুঁকছে ডোমারের কৃষক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫৯ PM, ০৯ জুন ২০২২

Spread the love

নীলফামারী প্রতিনিধি;

নীলফামারীর ডোমার উপজেলায় বাদাম চাষে স্বপ্ন দেখছে কৃষক। লাভজনক ফসল হওযায় বাদামে ঝুঁকে পড়ছে কৃষকরা। চলতি মৌসুমে বেড়েছে বাদামের চাষ। স্বল্প খরচে বাদাম চাষ লাভজনক হওয়ায় দিন দিন এই উপজেলার কৃষকরা বাদাম চাষে আগ্রহী হচ্ছেন। গত বছরের তুলনায় এবার ৩০ হেক্টর বেশি জমিতে বাদাম চাষ হয়েছে। বেলে দোআঁশ মাটিতে বাদামের চাষ ভালো হয়। অন্য ফসলের তুলনায় বাদাম চাষে তেমন শ্রম দিতে হয় না। রোগ বালাই কম হওয়ায় কীটনাশকের কোনো ঝামেলা তেমন নাই। কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলেই হয়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস বাদামের বীজ বপন কাল।

বপন কাল থেকে ৯০ থেকে ১শ’ দিনের মধ্যে এ ফসল উঠানো যায়।
পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বাদাম চাষি রবিউল ইসলাম জানান, বাদাম মাটিতে রোপণ জাতীয় ফসল তাই বাদামের জমি ভালো করে চাষ করতে হয়। জমি ৩ থেকে ৪টি চাষ দিতে হয়। কারণ মাটি নরম থাকলে বাদাম আকারে বড় হয়। ১ বিঘা জমি তৈরিসহ বাদাম বীজ রোপণ থেকে তুলে আনা পর্যন্ত ৭ থেকে ৮ হাজার টাকা খরচ লাগে।

সোনারায় ইউনিয়নের চিলমারীর ডাঙ্গার বাদাম চাষি নুর আলম জানান, আমি দেড় বিঘা জমিতে বাদাম চাষ করেছি। ভালো ফলনের আশা করছি। বিঘা প্রতি (৩৩ শতক) জমিতে ৮ থেকে ১০ মণ পর্যন্ত বাদাম হবে। বর্তমানে প্রতি মণ বাদাম ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা করে চলছে। তবে বাদামের মান অনুযায়ী আরও বেশি চলছে। আমার একটি জমিতে আগাম বাদাম চাষ করেছি। সেই জমিতে ৮ মণ বাদাম হয়েছে। গতবারের তুলনায় এবার ২ থেকে ৩ মণ বাদাম বেশি হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ডোমার উপজেলায় ৮৪০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাদামে ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বেলে দোআঁশ মাটিতে বাদাম চাষাবাদ ভালো হয়। ডোমার উপজেলার মাটি বাদাম চাষের জন্য উপযোগী। উপজেলার চিলমারীর ডাঙ্গা, বড় রাউতা চিলাই, জলদান পাড়া, বগুড়ার ডাঙ্গা ও ভোগডাবুড়ী ইউনিয়নে বাদাম চাষ বেশি হয়। বাদাম চাষে তেমন খরচ লাগে না। গত বছরের তুলনায় এবার উপজেলায় ৩০ হেক্টর জমিতে বাদাম চাষ বেশি হয়েছে।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান বলেন, কৃষক আলু উঠানোর পর বাদাম চাষ করে, বাদাম তুলে আমন ধান লাগায়। বছরে একটি কৃষক জমিতে তিনটি ফসল করতে পারছেন। এতে কৃষক সব দিক দিয়ে লাভবান হচ্ছেন। এবার উপজেলায় ৮৪০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে কম বেশি বাদাম চাষ হয়েছে। ভালো ফলনের আশা করছি।

আপনার মতামত লিখুন :