বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা সংসদের স্মারকলিপি পেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৭ AM, ০৬ জুন ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রী)’র নিকট ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন প্রসঙ্গে ইউএনও- কে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্র ইউনিয়ন। উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৫০০জন শিক্ষার্থী রয়েছে এবং বছরে কয়েকটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মুখের সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে এবং সড়কটি হাইওয়ে সড়ক হওয়ায় বিভিন্ন ধরনের ভারী যানবাহনের অবাধ চলাচল এই সড়কে। এহেন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কলেজ গেটে ট্রাফিক পুলিশ নিশ্চিত করার দাবী জানিয়েছে ছাত্র ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা সংসদ।

উক্ত দাবীতে সোমবার দুপুর ১টায় স্মারকলিপি প্রদান করা হয়। এইসময়ে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ সদস্য ও জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তাহমীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌসুমী খাতুন, গোবিন্দগঞ্জ উপজেলা সংসদের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাপ্পু, ছাত্রনেতা মাহফুজ মন্ডল এবং উক্ত কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

পরবর্তীতে ইউএনও এই দাবীর সাথে একমত পোষণ করেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন :