বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন তাহমীদ চৌধুরী
গাইবান্ধা প্রতিনিধি;
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাহমীদ চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (৮ নভেম্বর) সাংগঠনিক সম্পাদক আবীর হাসান জীবন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের রীতিনীতি, নিয়ম-শৃঙ্খলা, ভঙ্গ, সহযোদ্ধাদের সাথে অসদাচারন, সংগঠনের অভ্যন্তরে উপদলীয় তৎপরতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি এবং অর্থ তছরুফের অভিযোগে সভাপতি ওয়ারেস সরকারকে গত ২৬ আগস্ট প্রেরিত ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের কোনরুপ সদুত্তর না পাওয়ায় গত ৭ নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের এক সভা থেকে ওয়ারেস সরকারকে গাইবান্ধা জেলা সংসদের সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসাথে গাইবান্ধা জেলা সংসদের সহসভাপতি তাহমীদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা সংসদের মেয়াদ আগামী ৩ মাসের জন্য বৃদ্ধির সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

