বঙ্গবন্ধুর ভাস্কর্য ভংচুরে সরাসরি অংশ নেন দুই ব্যক্তি
ডিবিসি প্রতিবেদক;
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরে অংশ নেন সরাসরি দুই ব্যক্তি।
সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই বেয়ে উঠে পড়ে ভাস্কর্য বেদির ওপর। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাংচুর শেষে নিারপদে চছে যায় তারা।
এ ঘটনায় পুলিশ বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। ওই ফুটেজে যে দু’জন ভাংচুরে অংশ নেন ইতোমধ্যেই তাদের শনাক্ত করা হয়েছে বলে জান গেছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিম কয়েকজনকে আটক করেছে।
এদিকে, রোববার (৬ ডিসেম্বর) জেলা বিশেষ আইন শৃংখলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। সেই সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন।

