বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের র‌্যালি ও সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৪ AM, ১২ ডিসেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

সম্প্রতি দুষ্কৃতিকারী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধ করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রতিরোধ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের নেতৃত্বে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে উপজেলা পরিষদের চত্বর হতে এক প্রতিরোধ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি উপজেলা সম্মেলন কক্ষে সমাবেশে মিলিত হয়।

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর, ওসি (অপারেশন) মো. মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিনসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

আপনার মতামত লিখুন :